Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

খবর

ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ
এতদ্বারা বিস্ফোরক পরিদপ্তরে সেবা নিতে আসা সম্মানিত নাগরিকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, ০১ নভেম্বর, ২০২৪ হতে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স নবায়ন সম্পর্কীত সেবাটি মাইগভ প্ল্যাটফর্ম (www.mygov.bd) এ চালু করা হবে। ২০২৫ সালের নবায়নের আবেদনের জন্য বর্তমানে ব্যবহৃত সিস্টেম (www.explosives.com.bd) বন্ধ থাকবে। তাই নবায়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল সেবাগ্রহীতা/আবেদনকারী/লাইসেন্সধারী/স্টেকহোল্ডারদেরকে mygov সিস্টেমে রেজিস্ট্রেশন করে নবায়নের আবেদন করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, mygov সিস্টেমে রেজিস্ট্রেশন এবং আবেদন সংক্রান্ত ভিডিও টিউটেরিয়াল বিস্ফোরক পরিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া আছে। মাইগভে নবায়ন সংক্রান্ত সেবাটি খুঁজে পেতে অসুবিধা হলে বিস্ফোরক পরিদপ্তরের ওয়েবসাইটে (www.explosives.gov.bd) প্রবেশ করে “অনলাইন আবেদন” মেনুতে গিয়ে “নবায়ন আবেদন” এ ক্লিক করে সরাসরি প্রবেশ করুন। ২০২৪-১০-০৯
বিস্ফোরক পরিদপ্তরের আমদানি সম্পর্কীত সকল NOC, লাইসেন্স (বিস্ফোরক, প্রজ্বলনীয় তরল পদার্থ, গ্যাস সিলিন্ডার, গ্যাসাধার, সিএনজি কীটস এন্ড এক্সেসরিজ ইত্যাদি) জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তুতকৃত প্ল্যাটফর্ম NSW (National Single Window) এ চালুকরণ প্রসঙ্গে ২০২৪-০৯-২৬
সম্মানিত লাইসেন্সধারীগণকে জানানো যাচ্ছে যে, বিস্ফোরক পরিদপ্তর হতে আপনার মঞ্জুরীকৃত লাইসেন্সের ২০২৫ সালের নবায়নের আবেদন ২রা ডিসেম্বর, ২০২৪ এর পূর্বেই দাখিল করতে হবে। ২রা ডিসেম্বর, ২০২৪ এর পরে নবায়নের আবেদন দাখিল করা হলে লাইসেন্স এর ফিস দ্বিগুন জমা দিতে হবে। ২০২৩-১০-১৮